লাশ পড়ে আছে মর্গের এককোণে! ৮কন্যা সন্তানের জনকের আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে পড়েছে
সোহাগ মিয়া,মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধিঃ
ঝড় হওয়ার দু’দিন পরও বিদ্যুৎ অফিসের খামখেয়ালিতে রঘুনন্দন পাহারে বশিউক রাবার বাগানের ভেতরে বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে আছে রাস্তার পাশে মাটিতে, শুকনো লাকড়ি খুঁড়াতে গিয়ে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে আব্দুর রহমান ওরফে ইফান উদ্দিন (৭৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, মন্গলবার সকাল আনুমানিক ৬ঘটিকার দিকে শুকনো লাকড়ি খুঁড়াতে রঘুনন্দন পাহারে (বশিউক শাহজীবাজার রাবার বাগান) যায় ওই ব্যক্তি। লাকড়ি খুঁড়াতে গিয়ে দু’দিন পূর্বে ঝড়ে মাটিতে ছিঁড়ে পড়ে থাকা বিদ্যুৎ এর লাইনের সংস্পর্শ হওয়ার সাথে সাথেই মাটিতে লুটিয়ে পড়েন তিনি। তৎক্ষনাৎ সাথে থাকা একই এলাকার বিলাল মিয়া নামের ব্যক্তিটি তার পরিবারের কাছে খবর পৌঁছায়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মৃত্যু অবস্থায় আব্দুর রহমান ওরফে ইফান উদ্দিন কে উদ্ধার করে নিয়ে আসেন তার পরিবার। এদিকে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে মাধবপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। এবং মৃতের সুরতহাল প্রতিবেদন তৈরি করতে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেন।নিহত আব্দুর রহমান ওরফে ইফান উদ্দিন মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের শিবপুর এলাকার বাসিন্দা। তার কোন ছেলে সন্তান নেই, রয়েছে আট (৮) কন্যা সন্তান। তার এই আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমেছে। হবিগন্জ মর্গে লাশ নেওয়ার পরও একদিনে হয়নি ময়না তদন্তের রিপোর্ট, পিতাহারা কন্যা সন্তানরা কান্না চোখে অপেক্ষার প্রহর গুনছেন, কখন বাবার লাশ মর্গে থেকে এনে দাফন সম্পূর্ণ করবেন। বিদ্যুৎ বিভাগের দায়িত্বশীলদের কাছে এলাকাবাসীর দাবী ভবিষ্যতে এমন দূর্ঘটনা এড়াতে গাছের ডাল অপসারণ ও বিদ্যুৎ সংযোগ ব্যবস্থাপনা আরও সতর্কতার সাথে পরিচালনা করা হোক।
Leave a Reply