শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৭:২৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
চুনারুঘাটের কৃতি সন্তান মুহাম্মদ আবদুল করিম শ্রমিক মজলিসের সভাপতি নির্বাচিত ধর্মের শপথ করে শারিরীক সম্পর্ক,ধর্ষণে সাড়ে ৩ মাসের অন্তঃসত্ত্বা নারী মামলা করে বিপাকে চুনারুঘাটে জেল ফেরত কুখ্যাত গাছ চোরের তান্ডব, পাহারাদারকে মারধর করে গাছ লুট চুনারুঘাটে গাছ কাটা নিয়ে বিরোধে ভাইয়ের হাতে ভাই খুন,আটক ১ হবিগঞ্জের চুনারুঘাটে কৃষিজমি খনন ও অবৈধ বালু উত্তোলনে হুমকির মুখে কৃষি, নীরব প্রশাসন দলীয় সিদ্ধান্ত ও গঠনতন্ত্র ভঙ্গের অভিযোগে মিরাশী ইউনিয়ন বিএনপির দুই সদস্য সাময়িক বহিষ্কার চুনারুঘাটে কোরআনের সূরা ব্যঙ্গ: মুক্তা ও ইব্রাহিমের বিরুদ্ধে মামলা, পলাতক আসামিদের ধরতে অভিযান হবিগঞ্জে গাজা ও মদসহ মাদক ব্যবসায়ী আটক গাজায় ইসরায়েলি বাহিনীর গণহত্যার প্রতিবাদে চুনারুঘাটে ইসলামী ফ্রন্টে বিক্ষোভ মিছিল সমাবেশ ফিলিস্তিন ও গাজায় নির্বিচারে মুসলিম হত্যার বন্ধে দাবিতে শিমনগরে বিক্ষোভ মিছিল
চুনারুঘাটে যুবলীগ নেতা ইউপি সদস্য রমজানের নেতৃত্বে জোর পৃর্বক মাঠি ও বালু উত্তোলন

চুনারুঘাটে যুবলীগ নেতা ইউপি সদস্য রমজানের নেতৃত্বে জোর পৃর্বক মাঠি ও বালু উত্তোলন

চুনারুঘাটে যুবলীগ নেতা ইউপি সদস্য রমজানের নেতৃত্বে  জোর পৃর্বক মাঠি ও বালু উত্তোলন

বাধা দেয়ায় কৃষক’কে কুপিয়ে আহত, থানায় অভিযোগ

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধিঃ

চুনারুঘাট উপজেলার পাইকপাড়া ইউনিয়নের বদরগাজী বাজারে মঙলবার দুপুরে কাঠালবাড়ী (হলহলিয়া) গ্রামের কৃষক মোঃ খয়ার মিয়া( ৩৫) কে কুপিয়ে আহত করে ফ্যাসিবাদী সরকারের দোসর প্রভাবশালী পাইকপাড়া ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক ও ৪নং ওয়ার্ডের ইউ পি সদস্য রমজান গংরা।অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘ দিন ধরে একই এলাকায় মোঃ খয়ার মিয়া পিতা মৃত সিরাজ মিয়া ও ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ও ইউ পি সদস্য রমজান আহমেদ এর মধ্যে যায়গা জমি নিয়ে পৃর্ব বিরুদ চলছিল। গতকাল মঙ্গলবার কৃষক খয়ার মিয়ার জমি থেকে জোর পৃর্বক মাঠি ও বালু উত্তোলন করতে থাকে রমজানের দলবল। এ ঘটনা জানতে পেরে খয়ার মিয়া ও তার পরিবারের লোকজন তাদের জমি থেকে মাঠি ও বালু উত্তোলনে বাধা প্রদান করলে। যুবলীগ নেতা ইউপি সদস্য রমজান ও তার ভাই ইউনিয়ন কৃষকলীগ নেতা শাহজাহান (৩৮),দেউন্দি বস্তির সামছু মিয়ার ছেলে আরজু (৩৫),সুনাই মিয়ার ছেলে জুয়েল (৩৫),আকবর আলীর ছেলে আব্দাল(৩৮), হলহলিয়া গ্রামের মোবারক উল্লার ছেলে সমুজ আলী (৩৭) , আওয়াল মিয়ার ছেলে সাইফুল (৩৩) রামদা ও দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে খয়ার মিয়া ও তার পরিবারের লোকজনের উপর হামলা চালায়। এসময় গুরুতর আহত অবস্থায় আশপাশের লোকজন খয়ার মিয়া কে উদ্ধার করে চুনারুঘাট সদর হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় নিরাপত্তা হীনতায় ভুগছে খয়ারের পরিবার। উল্লেখ বিগত আওয়ামীলীগ সরকারের সময়ে প্রভাবশালী রমজানের দলবল এলাকায় আধিপাত্য বিস্তার করে বালু ও মাঠি কেটে আসছিল। তাদের ভয়ে এখন এলাকার অনেকেই মুখ খুলতে চান না। ইতিমধ্যেই তাদের বিরুদ্ধে বালু উত্তোলন বন্ধ ও বিভিন্ন অভিযোগে চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে একাধিক দিয়েছে ভুক্ত ভোগীরা। চুনারুঘাট থানার ওসি নুর আলম জানান, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। অভিযুক্তদের বিরুদ্ধে আইনআনুগ ব্যবস্হা গ্রহণ করা হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2024 ITOnline24
Design & Developed BY ThemesBazar.Com