ভূরুঙ্গামারীতে নছিমন গাড়ি উল্টে চালকের মৃত্যু
মোঃ রাহিজুল ইসলাম ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম)প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সড়ক দুর্ঘটনায় ভটভটি উল্টে গিয়ে চালকের মৃত্যু হয়েছে। মৃত ভটভটি চালক ওই যুবকের নাম রাসেল মিয়া (২৫)। বুধবার সকাল ১১ ঘটিকায় উপজেলার সদর ইউনিয়নের বাগভান্ডার বিজিবি ক্যাম্পের মোড়ে মর্মান্তিক এই সড়ক দুর্ঘটনাটি ঘটে। সে ওই গ্রামের আজিজুল হকের ছেলে বলে জানাগেছে।এলাকাবাসী ও পুলিশ জানায়, বুধবার (২৫ ডিসেম্বর) সকালে রাসেল ভটভটি নিয়ে মাটি কাটার কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। ভূরুঙ্গামারী -বাগভান্ডার সড়কের ক্যাম্পের মোড়ে পৌঁছলে দ্রুত গতির কারণে ভটভটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এসময় এর চালক রাসেল ভটভটির নীচে চাপা পড়ে। পরে এলাকাবাসী গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু সাজ্জাদ মোহাম্মদ সায়েম জানান, দুর্ঘটনায় আহত যুবককে হাসপাতালে আনার সময় পথেই তার মৃত্যু হয়।ভূরুঙ্গামারী থানার ওসি (তদন্ত ) নন্দলাল চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
Leave a Reply