চুনারুঘাট হবিগঞ্জ প্রতিনিধিঃ
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় পূর্ব শশ্রুতার জের ধরে ব্যাটারী চালিত অটোরিকশা টমটম চালককে পিটিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১৯ নভেম্বর ) সকাল অনুমান ৯ টার দিকে চুনারুঘাট উপজেলার সাটিয়াজুরী ইউনিয়নে ইচ্ছাকোটা গ্রামে অটোরিকশা টমটম স্ট্যান্ডে টমটম নিয়ে শাহ আলম নামে এক চালক টমটমের মধ্যে বসে ছিল। এক পর্যায়ে একই গ্রামের আবুল হোসেন এর ছেলে ফজলুর রহমান, লুৎফুর রহমান, কটন মিয়া নেতৃত্বে একদল যুবক শাহ আলমকে একা পেয়ে পিটিয়ে আহত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। টমটম চালক শাহ আলম এর চিৎকারে গ্রামের লোকজন এসে শাহ আলম আহত অবস্থায় চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন। আহত টমটম চালক এর ভাই সবুজ মিয়া জানান, পূর্ব শশ্রুতা জেরে শাহ আলমকে একা সুযোগ পেয়ে দুর্বৃত্তরা আহত করে ফেলে যায়। এ বিষয়ে মামলার প্রস্ততি চলছে বলে তিনি জানান। এ ব্যাপারে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ( নাম প্রকাশে অনিচ্ছুক) জানান শাহ আলম গুরুত্ব আহত হওয়ায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ পাঠানো হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি বলে জানান থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম।
Leave a Reply