মো: মাসুদ আলম, চুনারুঘাট : হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার শায়েস্তাগঞ্জ নতুনব্রিজ এলাকায় বৈষম্যবিরোধী ছাত্রজনতার উপর হামলায় অভিযুক্ত ও মানবপাচারকারী, বহু অপকর্মের হোতা ইউনিয়ন তাতীলীগের সভাপতি মো: জামাল মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৯নভেম্বর) রাতে চুনারুঘাট থানার উপপরিদর্শক ওয়াশিম এর নেতৃত্বে একদল পুলিশ মিরাশি ইউনিয়নের নালমুখ বাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। জামাল মিয়া একই ইউনিয়নের পড়াঝার গ্রামের বাসিন্দা ও ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য। খোঁজ নিয়ে জানা যায়, তার বিরুদ্ধে বেশ কিছুদিন ধরে এলাকার স্বামী পরিত্যক্ত, সুন্দরী যুবতী সহ গ্রামের সহজ, সরল নারীদের লোভনীয় অপার দিয়ে বিদেশ পাচার করে হাতিয়ে নেয় মোটা অংকের টাকা। শুধু তাই নয় অনেক নারীদের ফাঁদে ফেলে ইজ্জত ও লোটে নেয় লম্পট জামাল। ইতিমধ্যে তার বিরুদ্ধে মানব পাচার সহ একাধিক মামলাও রয়েছে। সে জনপ্রতিনিধি ও আওয়ামীলীগ নেতা হওয়ায় তার বিরুদ্ধে কথা বলার সাহস পায়নি ভুক্তভোগীরা ।
Leave a Reply