মোঃ ইপাজ খাঁ (মাধবপুর) হবিগঞ্জ প্রতিনিধিঃ
পবিত্র হজ্ব সম্পন্ন করে বাড়ি ফেরার পথে সড়ক দূর্ঘটনায় হবিগঞ্জের মাধবপুরের ১ বছরের শিশু সন্তান মহিলাসহ ৪ জন নিহত হয়েছে। ওই সময়ে মাইক্রোবাসে থাকা আরো ৬ যাত্রী গুরুতর আহত হয়েছে। বুধবার (১১ ডিসেম্বর) ভোর সাড়ে ৫ টায় ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর লাগোয়া বারঘরিয়া নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে। রেজিস্ট্রেশন বিহীন বালু বাহী ডাম ট্রাক, ঢাকা মেট্রো চ-১৫-৩১১৩ নং মাইক্রোবাস ও ঢাকা মেট্রো ন-২১-৪০৩৬ নং এর পিকআপ এর ত্রি-মুখী সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সুত্রে জানা যায়, ঢাকা থেকে মাধবপুর গামী মাইক্রোবাসের যাত্রীরা বাড়িতে ফেরার পথে এ হতাহতের ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে মাধবপুর উপজেলার বুল্লা ইউনিয়ের মানিক মিয়ার ১১ মাসের কন্যা শিশু রাইছা, নাসিরনগর দাতমন্ডল গ্রামের, বিজয়নগর উপজলার বুধন্তি গ্রামের রিয়াদ মিয়া (৪০) ফজিলাতুন্নেছা (৬৫) এবং মেডিকেল নেওয়ার পথে নাসিরনগর উপজেলার হরিপুর গ্রামের মাইক্রোবাস চালক পাভেল মিয়া (২০) মারা যান। নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে মাধবপুর উপজেলার রামপুর গ্রামের রুনা আক্তার, সাফিয়া বেগম ও উনু মোল্লা (৪৯) সৌদি আরবে হজ্ব সম্পন্ন করে গতকাল রাতের ফ্লাইটে দেশে ফিরে। রাতেই বিমানবন্দর থেকে মাইক্রো যোগে বাড়িতে ফেরার পথে দূর্ঘটনায় পতিত হয়। এতে গুরুতর আহত মৃত আব্দুল কাদিরের ছেলে আবু হানিফ (৪০), মানিক মিয়ার স্ত্রী রুনা আক্তার (৩৫), মৃত আব্দুল কাদিরের স্ত্রী সাফিয়া বেগম (৬০) কে পুলিশ উদ্ধার করে হাসাপাতালে প্রেরন করা হয়েছে বলে খাটিয়াতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মারগুব তৌহিদ জানিয়েছেন।
Leave a Reply